রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “গর্ভবতী মায়ের সুস্থতা নবজাতকের নিরাপত্তা” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার (৭-এপ্রিল) দুপুরে গুড নেইবারস্ সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা: মো: আবু হাসান শেখের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা:বেল্লাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশারফ হোসেন, হেলথ ম্যানেজার কেএম আবুল ফাত্তাহ, মেডিকেল অফিসার ডা: মো: আব্দুর রহমান ও হেলথ অফিসার মো: রাশেদুল ইসলাম সহ আরো অনেকে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ১০০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
Leave a Reply