বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ন্যাশনাল এগ্রিকেয়ার ও ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামলকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন, বিসিপিএ বগুড়া জেলা শাখা। রোববার (২৭ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় সংগঠনের সদস্যরা মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে মোস্তাফিজুর রহমান শ্যামলকে আওয়ামীলীগের পরাজিত শক্তির দোসর হিসেবে উল্লেখ করেন।
তারা বলেন, তথাকথিত বাংলাদেশ এগ্রিকালচারাল ম্যানুফাকচারিং এসোসিয়েশন, বামার প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শ্যামল তার সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট ফসল সুরক্ষা উপদানসমূহ আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকা ভর্তুকী দেয়। অথচ শ্যামল গংয়েরা কৃষিখাতে নৈরাজ্য সৃষ্টির জন্য উল্টো ভ্যাট আরোপের প্রস্তাবে করে কৃষিখাতসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন।
তারা বলেন, মোস্তাফিজুর রহমান শস্যচিত্রে বঙ্গবন্ধু অঙ্কন করে ও শেখ মুজিবের জীবনী নির্ভর সিনেমা বিনামূল্যে প্রদর্শন করে তার আওয়ামী ফ্যাসিবাদের স্বাক্ষর রেখেছেন। নেতৃবৃন্দ ভ্যাট আরোপের প্রস্তাবটি নাকচ করে কৃষিখাতে নৈরাজ্য সৃষ্টির অপরাধে শ্যামলকে গ্রেফতার ও ফ্যাসিবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ এগ্রিকালচারাল ম্যানুফাকচারিং এসোসিয়েশন, বামার নিবন্ধন বাতিলের দাবী জানান।
Leave a Reply