1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
এইমাত্র পাওয়া
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন
বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন

ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের চাকুরী পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সংগ্রাম পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুজাউদ্দৌলা। তিনি জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেআইনিভাবে এবং বিনা নোটিশে এসেনসিয়াল ড্রাগসের বগুড়া প্লান্ট থেকে ৩৪২ জন শ্রমিক ও কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়। তিনি অভিযোগ করেন, কোনো শ্রম আইন বা চাকুরী বিধিমালা লঙ্ঘনের প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের চাকুরীচ্যুত করা হয়।

সুজাউদ্দৌলা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অন্যান্য অঞ্চলের চাকুরিচ্যুত শ্রমিক ও কর্মচারীদের পুনর্বহাল করা হলেও বগুড়া অঞ্চলের চাকুরিচ্যুতদের উপেক্ষা করা হয়। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, চাকুরিচ্যুতদের সিংহভাগই বগুড়া অঞ্চলের বাসিন্দা হওয়ায় তারা বৈষম্যের শিকার হন।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলে অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে, এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্টের চাকুরিচ্যুত শ্রমিক ও কর্মকর্তারা এখনও চাকুরীতে পুনর্বহালের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি।

চাকুরিচ্যুতদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ১৭ বছর ধরে চাকুরী হারিয়ে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনাহার ও অর্থকষ্টে দিন পার করছেন তারা। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে ঘুষ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে দুর্নীতি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সুজাউদ্দৌলা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পক্ষপাত ও অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে চাকুরিচ্যুত সকল শ্রমিক ও কর্মকর্তাদের দ্রুত চাকুরীতে পুনর্বহাল করার জন্য। তাদের পরিবারগুলোকে বাঁচাতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত