মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী: রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৭তম ট্রেনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জানুয়ারি-২০২৪ ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা। তিনি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ ব্যাচে মোট ৩৩৪ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে আসাদুল ইসলামকে সেরা ট্রেনি রিক্রুট কনস্টেবল (বেস্ট টিআরসি) হিসেবে নির্বাচিত করা হয়।
বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সুমন আলী বেস্ট একাডেমিক হিসেবে এবং পৌরব চন্দ্র রায় বেস্ট ইনফিল্ড এক্টিভিটিস ও বেস্ট শুটার হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাগত দক্ষতার প্রদর্শনী উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পুলিশ একাডেমির প্রিন্সিপাল প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply