1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
বগুড়ায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
বগুড়ায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সাইফুর রহমান শাহিন ও সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাওসার অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেক্রেটারি এস এম আবু সাঈদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক দল উপস্থিত দর্শকদের ‍উদ্দেশ্যে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে।

প্রধান অতিথি মেজবাউল করিম তার বক্তব্যে বলেন, “শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় শিল্পের উন্নয়ন এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ মেলা বগুড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এখানে হস্তশিল্প, তৈরি পোশাক, খাদ্যদ্রব্য, বিভিন্ন ধরনের রাইডস ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত