মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী অফিস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তিনি আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘‘সংস্কারের নামে কালক্ষেপন না করে, দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। দেশে প্রয়োজনীয় সংস্কারের কথা সত্য, তবে তাতে কোনো অযথা দেরি করা উচিত হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘আজ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। জনগণ একান্তভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।’’
রিজভী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘‘শেখ হাসিনা বাংলাদেশকে ভারতকে ইজারা দিয়ে রেখেছিলেন। তার সম্পর্ক ছিল ভারতের সাথে, বাংলাদেশের সাথে নয়। বাংলাদেশের স্বার্থরক্ষা ছিল না। দেশকে তিনি একটি টাকার খনি হিসেবে ব্যবহার করেছিলেন, যেখানে তার পরিবার ও ঘনিষ্ঠরা টাকা পাচার করেছিল।’’
তিনি প্রশ্ন তোলেন, ‘‘ভারতের প্রত্যাশার চেয়ে বেশি কিছু কী দান করা হয়েছে, তা জানতে চায় দেশের জনগণ।’’
এছাড়া রিজভী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply