মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী অফিস:গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা কঠিন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা মোকাবেলা করা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করার দায়িত্ব গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর। এছাড়া, সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়গুলো তদন্ত করা হবে বলেও জানান তিনি।
তিনি জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনো চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যম সংস্কারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এই উদ্যোগ সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।
Leave a Reply