বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের মো: টুলু ফকিরের ছেলে মো: রফিকুল ফকির বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ১৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট বগুড়া শহরের কাঁঠালতলায় একদফা দাবিতে ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল, শটগান ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান।
হামলার সময় গুলি ও ককটেলের আঘাতে অনেক আন্দোলনকারী আহত হন। বাদীর দাবি, এ সময় তার ও তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ছাত্রলীগের সভাপতি সজিব সাহা এবং সাধারণ সম্পাদক আল মাহিদুল জয়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply