1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
এইমাত্র পাওয়া
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের মো: টুলু ফকিরের ছেলে মো: রফিকুল ফকির বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ১৬৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট বগুড়া শহরের কাঁঠালতলায় একদফা দাবিতে ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল, শটগান ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান।

হামলার সময় গুলি ও ককটেলের আঘাতে অনেক আন্দোলনকারী আহত হন। বাদীর দাবি, এ সময় তার ও তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ছাত্রলীগের সভাপতি সজিব সাহা এবং সাধারণ সম্পাদক আল মাহিদুল জয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত