ওয়াহেদ ফকির, বগুড়া: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে নিয়ে গেছে। তাদের অন্যায় কার্যকলাপের কারণে দেশের রাজনীতি ও অর্থনীতি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার উদ্যোগে আয়োজিত ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি না, তা জনগণই ঠিক করবে। তবে যারা অন্যায় করেছে, তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
মিন্টু আরও বলেন, উত্তরাঞ্চলের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে একসময় বগুড়া ছিল গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের কারণে বগুড়ার মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে বৈষম্য দূর করে বগুড়াকে আবারও শক্তিশালী ব্যবসায়িক ঘাঁটিতে পরিণত করার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করবে। বিনিয়োগ বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হবে। পাশাপাশি তিনি সতর্ক করেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হলে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়। বক্তারা কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, সাবেক মেয়র ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ড্যাব বগুড়া শাখার সাবেক সভাপতি ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম এবং শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।
Leave a Reply