ওয়াহেদ ফকির, বগুড়া: “জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতমাথার মুক্তমঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড, স্টেশন রোড এবং পার্ক রোডে এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। পথচারী, হকার, দোকানি এবং রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসেন, মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান, শামীম, হুমায়ুন কবির হিমু, পৃথিবী এবং নুর মোহাম্মদ জুবায়ের।
নেতারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দ্রুত ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সমতাভিত্তিক সমাজ গড়তে হলে ন্যায়বিচার, সুশাসন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন।
Leave a Reply