ঢাকা অফিস: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সংগঠক রোকেয়া আক্তার, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ এবং চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি সুলতানা পারভীন।
শিক্ষকরা দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামোতে বৈষম্যের শিকার হচ্ছেন। উচ্চশিক্ষা ও যোগ্যতার মানদণ্ড পূরণ করলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। দশম গ্রেডের মাধ্যমে তাদের বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে প্রাথমিক শিক্ষকরা নিরলসভাবে কাজ করছেন। অথচ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দশম গ্রেড বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষকদের আর্থিক উন্নতি হবে এবং তাদের সম্মানও বৃদ্ধি পাবে।”
এ সময় বক্তারা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণে সরকার ইতিবাচক সাড়া না দিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক শিক্ষক অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং পোস্টার নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
Leave a Reply