মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে হাবিল নামে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গুলির শব্দ পাওয়া যায়।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শরীরের গুলিবিদ্ধ থাকায় এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে। গুলিবিদ্ধ রুগীকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি।
Leave a Reply