ওয়াহেদ ফকির, বগুড়া: বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন শনিবার টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক ও মহাস্থান মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ড. আবু ইউসুফ খান, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক আহমদ এবং বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, জামিয়া ইসলামিয়া আল আকাবার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা মানসুরুর রহমান, মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুস সাত্তার, অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী বলেন, “মাদরাসা শিক্ষা তথা কুরআনের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা যারা করেছে, তারা ব্যর্থ হয়েছে। কুরআনের আলোকে ছাত্রছাত্রীদের শিক্ষিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে।” তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সম্মেলনের শেষ পর্বে মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিককে সভাপতি এবং ড. আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply