মোমিন ওয়াহিদ হিরো, রাজশাহী অফিস: মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু নৈতিক ও ধর্মীয় শিক্ষায় নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অথচ বিগত পতিত ফ্যাসিবাদী সরকারের সময় এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সহ দেশের মেরুদন্ড ভেঙে ফেলার নানান ষড়যন্ত্র করেছে ।
এদেশের ছাত্র জনতা সেই ষড়যন্ত্র বুকের তাজা রক্তের বিনিময়ে রুখে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,
বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডের আসাম কলোনি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে গেছে।
আসাম কলোনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-হাফেজ ক্বারী মাওঃ ইব্রাহিম আল হাদী,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে,হযরত মাওঃ উসমান গণী যুক্তিবাদী ও হাফেজ মাওঃ বেলায়েত হোসেন।
Leave a Reply