1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা - বাংলার ২৪ ঘণ্টা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)। নিহতদের স্বজন ও পুলিশ জানায়, ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়া তাদের কুপিয়ে হত্যা করেছেন।
নিহত ছকিনার মামাতো ভাই রবিউল ইসলাম জানান, ছকিনা তার প্রথম স্বামী বাদশা মিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছয় বছর আগে হাসনাপাড়া গ্রামের রুবেল মিয়াকে বিয়ে করেন। তবে রুবেলের মাদকাসক্ত ও চুরির সঙ্গে সম্পৃক্ততার কারণে ছকিনা তাকে তালাক দেন। পরে তিনি তার মা আনোয়ারা বেগমকে নিয়ে সাবগ্রাম দক্ষিণপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন এবং বসবাস শুরু করেন।

এরপর রুবেলের অনুরোধে এক বছর আগে আবারও তার সংসারে ফিরে যান ছকিনা। কিন্তু স্বভাব না বদলানোয় ছয় মাস আগে তারা পুনরায় বিচ্ছেদ ঘটান।

নিহত ছকিনার ছেলে সাব্বির আহমেদ জানান, শুক্রবার রাতে রুবেল তাদের বাড়িতে এসে ছকিনাকে ঘুম থেকে ডেকে তোলেন। প্রথম স্বামীকে পুনরায় বিয়ে করার বিষয়টি জানতে পেরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল সঙ্গে থাকা ধারালো রামদা দিয়ে ছকিনাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

এ সময় ছকিনার মা আনোয়ারা বেগম তাকে রক্ষা করতে এলে রুবেল তাকেও কুপিয়ে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়েকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে ছকিনা এবং শনিবার সকাল ১১টার দিকে আনোয়ারা বেগম মারা যান।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং বাড়ির পাশের বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করে। অভিযুক্ত রুবেল মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত