বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের জামিল মাদ্রাসা এলাকায় নির্মাণকাজ করতে গিয়ে ৬ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন (৩৫)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত উজ্জ্বল হোসেন শাহজাহানপুর উপজেলার জলসুগা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। তিনি মোঃ মহসিন হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিল মাদ্রাসার ৭ নম্বর হুজুর মৃত মোহাম্মদ ইউসুফ নিজামির মেয়ের বাড়িতে নির্মাণকাজ করছিলেন উজ্জ্বল। অসাবধানতাবশত ছাঁদ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ভবনের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তারা মত প্রকাশ করেন।
Leave a Reply