ওয়াহেদ ফকির, বগুড়া: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি, বগুড়া মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কিছু মাদক কারবারি রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ফেনসিডিল নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে, ২৭ মার্চ ২০২৫ শুক্রবার দুপুর পৌনে একটার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
বগুড়া জেলার শাহজাহানপুর থানার বেতগাড়ী এলাকায় ক্লিন ফুয়েল সিএনজি পাম্পের ২০ গজ দক্ষিণে মহাসড়কের ওপর র্যাব-১২ এর আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার মহারাজা নয়বন্দর এলাকার মো. আব্দুল কাদের এর পুত্র মোঃ লিটন আলী ওরফে অপু (১৯) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
Leave a Reply