বগুড়া প্রতিনিধি: শেরপুর, ৩১ মার্চ: ঈদের দিন ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শাহ আলম (৩২) ও তার চার বছরের মেয়ে সেজদান আলম সামান্তা। সোমবার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে শেরপুরের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন শাহ আলম। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হন বাবা-মেয়ে ও মোটরসাইকেলের পেছনে থাকা শাহ আলমের শ্বশুর বাবলু আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহ আলম ও তার মেয়ে মারা যান। বাবলু আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঈদের আনন্দময় দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply