বগুড়া প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।
এছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বক্তার আরো বলেন, ‘ইনশাআল্লাহ, সেই মাহেন্দ্রক্ষণ খুবই নিকটবর্তী-যেদিন ফিলিস্তিন হবে বিজয়ের প্রতীক, আর দখলদার ইহুদিবাদী ইসরাইলের শেষ অধ্যায় সেখানেই রচিত হবে।
ফিলিস্তিনকে রক্ষা করা কেবল একটি ভূখণ্ড রক্ষার প্রশ্ন নয়, বরং এটি আল-কুদস, আকসা মসজিদ ও মুসলিম জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াই। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের ক্ষোভের অনল ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের অচিরেই ধ্বংস ডেকে আনবে ইনশাআল্লাহ। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘গাজার শিশু হত্যা বন্ধ করো’, ‘ইসরাইলি সন্ত্রাসের শেষ চাই’, ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকর্ড প্রদর্শন করে ফিলিডস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়।
Leave a Reply