ওয়াহেদ ফকির, বগুড়া: বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় অপহৃত এক ডাম্প ট্রাক চালককে উদ্ধারে গিয়ে অপহরণকারীদের হামলায় আহত হয়েছেন নারুলী পুলিশ ফাঁড়ির দুই সদস্য। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে অপহৃত চালককে উদ্ধার করতে গেলে আড়াল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাতেই অপহৃত ট্রাক চালককে উদ্ধার করে পুলিশ।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক জানান, সোনাতলা উপজেলা থেকে একটি বালুভর্তি ডাম্প ট্রাক বগুড়া শহরের দিকে আসছিল। পথিমধ্যে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে একদল চাঁদাবাজ ও অপহরণকারী ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। পরে চালককে ধাওয়াপাড়া এলাকায় ‘সুইট’ নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয় এবং ট্রাক মালিকের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
জানা যায়, এ ঘটনার পরপরই ট্রাক মালিক নারুলী পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ডাম্প ট্রাক চালককে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এটিএসআই ফিরোজ। তবে অভিযানের সময় সুইট পালিয়ে যায় এবং তার সহযোগীরা গোপনে ওৎ পেতে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নারুলী দক্ষিণ পাড়ার নূর আলমের পুত্র মো. জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকারআমিনুল হকের পুত্র মো. নুর আলম ওরফে সুইট (৩৫) উত্এতর ধাওয়াপাড়ার মো. আলমের পুত্র মো. রাব্বি হোসেন (২০)।
এ বিষয়ে নারুলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরো যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply