ওয়াহেদ ফকির, বগুড়া:
বগুড়া শহরের স্বনামধন্য বন্ধ হওয়া সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্ট অবিলম্বে চালুর দাবিতে আজ বেলা ১১ ঘটিকায় ঐতিহাসিক সাতমাথায় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ- ২৪৪৫ এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি সংগঠনের সভাপতি সাদেক আলী সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গত ৫ এপ্রিল /২৫ ইং বগুড়া শহরের ১ নং রিলঘুমটি সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক জনাব মাহাফুজ সাহেব এর উপর সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত জখম করা, সম্পূর্ণ চালু হোটেল সন্ত্রাসী কায়দায় বন্ধ করে দেওয়া ও হোটেল মালিক ও কর্মরত শ্রমিকদের ভয়ভতি দেখিয়ে হোটেল থেকে বাহির করে দেওয়ার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তদন্ত-পূর্বক সুষ্ঠ বিচারের দাবি সহ অবিলম্বে বন্ধু সেলিম হোটেল চালু সহ হোটেল বন্ধকালীন সময়ের শ্রমিকদের বেতন ভাতা বকেয়া ক্ষতিপূরণ পরিশোধ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বন্ধ সেলিম হোটেল শ্রমিক কর্মচারীদের উপর হামলা নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সাথে বগুড়ার হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের অধিকারও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া. সহ-সভাপতি সমেজ উদ্দিন. জালাল উদ্দিন বাবুর্চি. আজিজুল. সাধারণ সম্পাদক নজরুল ইসলাম. উজ্জল মিয়া. সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান. মইদুল ইসলাম. প্রচার সম্পাদক নুরুন্নবী. দপ্তর সম্পাদক মামুন ইসলাম. অর্থ সম্পাদক অর্থ সম্পাদক শহিদুল ইসলাম কল্যাণ সম্পাদক মইনুদ্দিন সংস্কৃতি সম্পাদক এরশাদ হোসেন বাবু, ধর্মীয় সম্পাদক আব্দুল লতিফ শেখ।
আরো বক্তব্য রাখেন বন্ধ সেলিম হোটেলের নির্যাতিত শ্রমিক আলহাজ্ব রাজু ম্যানেজার. আলহাজ্ব ফারুক মিয়া. বাবু মিয়া ম্যানেজার. সিনিয়র শ্রমিক সাজু মোল্লা. মাসুদ. আনারুল. শাহজাহান. হোসেন. সাইফুল সহ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
Leave a Reply