ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। এজন্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় ব্যবসায়ীরা বাজারে স্বর্ণের সরবরাহ কমিয়ে দিয়েছেন। ফলে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি হওয়ায় এই মূল্য বৃদ্ধি ঘটেছে। খবর রয়টার্স এর।
স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৮ ডলার ৬৩ সেন্টে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৪৩৭ ডলার ২০ সেন্টে।
স্পট মার্কেটে গতকাল রুপার দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৬ ডলার ৮৬ সেন্ট। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৯২২ ডলার ৩৫ সেন্টে পৌঁছেছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৮৯২ ডলার ২৫ সেন্ট।
Leave a Reply