1. salimsarker2015@gmail.com : Banglar24ghanta.com :
পাইকারি বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম - বাংলার ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
এইমাত্র পাওয়া
চাকরি
বগুড়ায় রাজশাহী ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করবে কমিশন রাজশাহীর সারদায় ১৬৭তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা প্রস্তাব চূড়ান্ত বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস-এর চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাইকারি বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
পাইকারি বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম
পাইকারি বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কমতে শুরু করেছে বেশকিছু নিত্যপণ্যের দাম। অভিযানের ভয়ে মজুদদারদের অনেকেই পণ্য মজুদ না করে বরং বাজারে ছেড়ে দিচ্ছেন। অন্যদিকে, পণ্য আমদানির ক্ষেত্রে কেবলমাত্র ভারতের উপর নির্ভর না করে পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি শুরু করায় কমতে শুরু করেছে পেঁয়াজ, চিনিসহ বেশকিছু নিত্যপণ্যের দাম। খুব শিগগিরই খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন ট্রেডিং প্রতিষ্ঠান ও পাইকারি আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিনে ডাল, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজসহ প্রায় সব ধরনের পণ্যের দাম ছিল নিম্নমুখী। গতকাল মসুর ডালের দাম কেজিপ্রতি ৩-৪ টাকা কমে ১২২-১২৩ টাকায় বেচাকেনা হয়েছে। মুগডালের দাম কমেছে কেজিপ্রতি ৫-৭ টাকা। গতকাল প্রতি কেজি মুগডাল ১৩২-১৬০ টাকায় বেচাকেনা হয়েছে। অন্যদিকে মটর ডালের দাম কেজিপ্রতি ২ টাকা কমে ৭০ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাদেশ বর্তমানে পাকিস্তান, তুরস্কসহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে। ফলে সরবরাহ বেশি থাকায় মসলাপণ্যটির দামও নিম্নমুখী। মসলা আড়তগুলোর দেয়া তথ্যে দেখা গেছে, দীর্ঘদিন ধরে দেশী ও ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৯০-৯৫ টাকা। বর্তমানে তা ৮৮-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে গতকাল ভারত ও দেশী পেঁয়াজ ছাড়া বিকল্প দেশগুলো থেকে আমদানি হওয়া পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৬০-৭৫ টাকা।

পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান ট্রেডিং ফার্মগুলোর দেয়া তথ্যে জানা গেছে, আগের সপ্তাহগুলোয় পাইকারিতে বস্তাপ্রতি (৫০ কেজি) চিনির দাম ছিল ৬ হাজার ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ৬ হাজার টাকার নিচে বেচাকেনা হচ্ছে।

পাম অয়েলের দাম কমে বর্তমানে বেচাকেনা হচ্ছে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ৪ হাজার ৮৫০ থেকে ৪ হাজার ৯০০ টাকায়। গতকাল সয়াবিনের দাম ছিল মণপ্রতি ৫ হাজার ৮০০ টাকা। মানভেদে গমের দাম কমে মণপ্রতি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে বেচাকেনা হয়েছে।

পোস্টটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী।
বাংলার ২৪ ঘন্টা © সর্বস্বত্ব সংরক্ষিত