ওয়াহেদ ফকির, বগুড়া : ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলটি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়ে বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া শহরের সাতমাথায় পৌঁছে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা ভারতের বিজেপি নেতা নীতিশ রানে ও রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী স. কে নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. নূরনবী, বেলাল হোসেন, রাহাত আহম্মেদ, সাগর হোসেন, আসাদুজ্জামান, ফজলে রাব্বী, মারুফ হাসান, মোমিনুল ইসলাম, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ।
Leave a Reply